আপনি কি ভাবছেন, “সিরাম তো দেই, কিন্তু তেমন কাজ করে না কেন?”
এর উত্তর লুকিয়ে আছে ‘কীভাবে’ আপনি সিরাম ব্যবহার করছেন তার মধ্যে।
KeshRokkhi আজকে দিচ্ছে একটি সহজ ৫ স্টেপের গাইড, যা আপনার চুলের স্টাইলিং আর কেয়ারকে পুরো পাল্টে দিতে পারে।
১. কখন সিরাম ব্যবহার করবেন?
সিরাম সবসময় ব্যবহার করবেন:
• শ্যাম্পুর পর, হালকা ভেজা চুলে (তোয়ালে দিয়ে শুকানো)
• একদম ভেজা চুলে নয়
• স্টাইলিংয়ের আগে বা প্রয়োজনে রাতে
২. কতটুকু সিরাম ব্যবহার করবেন?
অল্পই যথেষ্ট!
• ছোট চুল – ১–২ ড্রপ
• মাঝারি – ৩–৪ ড্রপ
• লম্বা/ঘন – ৫–৬ ড্রপ
সিরাম কখনও তেল নয়, অতিরিক্ত ব্যবহার করলে চুল হবে চিটচিটে।
৩. কোথায় সিরাম দেবেন?
• শুধু চুলের মাঝখান থেকে নিচ পর্যন্ত, যেন প্রান্ত শুকনো না থাকে
• স্ক্যাল্পে সিরাম ব্যবহার করবেন শুধু তখনই, যদি সেটি স্ক্যাল্প সিরাম হয় (যেমন KeshRokkhi Hriddhi SuperSerum)

৪. ব্যবহারের নিয়ম
• হাতের তালুতে নিয়ে ভালোভাবে ঘষে নিন
• দুই পাশে সমানভাবে চুলে লাগান
• তারপর চুলে হালকা চিরুনি চালিয়ে দিন
৫. রেজাল্ট পেতে কতদিন?
• নিয়মিত ব্যবহার করলে ৪ সপ্তাহের মধ্যে চুলে শাইন ও ফ্রিজ নিয়ন্ত্রণ চোখে পড়বে
• ৬–৮ সপ্তাহে চুল পড়া কমে আসবে।
যদি আপনি এমন একটি প্রোডাক্ট খুঁজে থাকেন যা সত্যিই কাজ করে, তাহলে একবার আমাদের Hriddhi (অ্যান্টি হেয়ার ফল স্ক্যাল্প সিরাম) আর Shondhi (চুলের শাইন ও রিপেয়ার সিরাম) ব্যবহার করে দেখতে পারেন।
কারণ চুলের যত্ন, প্রতিদিনের ছোট্ট অভ্যাস দিয়েই শুরু হয়।
0 comments