সিরাম ব্যবহার করছেন ঠিকমতো? এই ৫টি ভুল এড়িয়ে চলুন

হেয়ার সিরাম এর সঠিক ব্যবহার
আপনি কি ভাবছেন, “সিরাম তো দেই, কিন্তু তেমন কাজ করে না কেন?”
এর উত্তর লুকিয়ে আছে ‘কীভাবে’ আপনি সিরাম ব্যবহার করছেন তার মধ্যে।

KeshRokkhi আজকে দিচ্ছে একটি সহজ ৫ স্টেপের গাইড, যা আপনার চুলের স্টাইলিং আর কেয়ারকে পুরো পাল্টে দিতে পারে।


 ১. কখন সিরাম ব্যবহার করবেন?

সিরাম সবসময় ব্যবহার করবেন:
• শ্যাম্পুর পর, হালকা ভেজা চুলে (তোয়ালে দিয়ে শুকানো)
• একদম ভেজা চুলে নয়
 • স্টাইলিংয়ের আগে বা প্রয়োজনে রাতে

২. কতটুকু সিরাম ব্যবহার করবেন?


অল্পই যথেষ্ট!
• ছোট চুল – ১–২ ড্রপ
• মাঝারি – ৩–৪ ড্রপ
• লম্বা/ঘন – ৫–৬ ড্রপ

 সিরাম কখনও তেল নয়, অতিরিক্ত ব্যবহার করলে চুল হবে চিটচিটে।


৩. কোথায় সিরাম দেবেন?

• শুধু চুলের মাঝখান থেকে নিচ পর্যন্ত, যেন প্রান্ত শুকনো না থাকে
 • স্ক্যাল্পে সিরাম ব্যবহার করবেন শুধু তখনই, যদি সেটি স্ক্যাল্প সিরাম হয় (যেমন KeshRokkhi Hriddhi SuperSerum)

৪. ব্যবহারের নিয়ম

• হাতের তালুতে নিয়ে ভালোভাবে ঘষে নিন
• দুই পাশে সমানভাবে চুলে লাগান
 • তারপর চুলে হালকা চিরুনি চালিয়ে দিন

৫. রেজাল্ট পেতে কতদিন?

• নিয়মিত ব্যবহার করলে ৪ সপ্তাহের মধ্যে চুলে শাইন ও ফ্রিজ নিয়ন্ত্রণ চোখে পড়বে
• ৬–৮ সপ্তাহে চুল পড়া কমে আসবে। 


যদি আপনি এমন একটি প্রোডাক্ট খুঁজে থাকেন যা সত্যিই কাজ করে, তাহলে একবার আমাদের Hriddhi (অ্যান্টি হেয়ার ফল স্ক্যাল্প সিরাম) আর Shondhi (চুলের শাইন ও রিপেয়ার সিরাম) ব্যবহার করে দেখতে পারেন।

সঠিকভাবে সিরাম ব্যবহারে চুল হয়েছে ঝলমলে ও ফ্রিজ-মুক্ত

 কারণ চুলের যত্ন, প্রতিদিনের ছোট্ট অভ্যাস দিয়েই শুরু হয়।

 

0 comments

Leave a comment